হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি জব্দ, আটক ২

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে মিয়ানমার থেকে নৌপথে অবৈধভাবে আসা পাঁচ টন কফি পাউডার জব্দ করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যানসহ ভ্যানের চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে কাভার্ড ভ্যানসহ কফিগুলো জব্দ করে জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এর আগে বিকেলে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করে।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে হাতিয়ার চানন্দি ইউনিয়নের জনতার ঘাট থেকে দুটি কাভার্ড ভ্যান মাইজদী প্রধান সড়কের উদ্দেশে রওনা দিলে তাদের গতিবিধি সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা ধাওয়া করলে একটি কাভার্ড ভ্যান পালিয়ে গেলেও অন্যটি সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা জানালে পুলিশ গিয়ে প্রায় পাঁছ টন কফির পাউডারসহ কাভার্ড ভ্যানটি আটক করে। এ সময় চালক ও তাঁর সহকারী কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি।

পুলিশের ধারণা, মিয়ানমার থেকে নৌপথে শুল্ক ফাঁকি দিয়ে এসব কফি চোরাই পথে বাংলাদেশে আনা হয়েছে। এগুলো হাতিয়ার জনতার ঘাট থেকে কাভার্ড ভ্যানে করে ঢাকার দিকে নেওয়া হচ্ছিল।

এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, জব্দ পাউডারগুলো কফির পাউডারই মনে হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত