কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে ১ হাজার ৫০০ পিচ ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। রোববার বিকেলে উপজেলার ইছানগর এলাকা থেকে আবু তাহের (৪২) ও তার স্ত্রী রোকসানা আকতারকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৫০০ পিচ ইয়াবা। গ্রেপ্তার তাহের উপজেলার ইছানগর এলাকার আবুল কালামের ছেলে। গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।