হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছিনতাইকারী ধরতে গিয়ে মিলল লুট হওয়া রিভলবার–গুলি

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে লুট হওয়া রিভলবার–গুলি উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

ছিনতাইকারী ধরতে গিয়ে চট্টগ্রামে ৫ আগস্টে থানা থেকে লুট হওয়া দুটি বিদেশি রিভলবার–গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার নগরীর পাহাড়তলী সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযানে যায় পুলিশ। সেখানে কাস্টম একাডেমির পেছনে ধোপপুল ব্রিজের পাশে খাল পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল দুটি বিদেশি রিভলবার ও ১৬ রাউন্ড গুলি। পরে পুলিশ ওই সব অস্ত্র উদ্ধার করে নিয়ে আসে।

জানতে চাইলে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘থানা থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে ঘোষণা দেওয়া হয়েছিল। থানায় সরাসরি দিতে না পারলে কোথাও ফেলে যেতে বলা হয়েছিল। ধারণা করা হচ্ছে, কেউ এগুলো অনেক দিন আগে ফেলে গেছে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর দুর্বৃত্তরা চট্টগ্রামের বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুটের ঘটনা ঘটে। এরপর থেকে বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার করতে অভিযান চালায় পুলিশ।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প