হোম > সারা দেশ > কক্সবাজার

ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা উখিয়ায় আটক 

প্রতিনিধি

টেকনাফ (কক্সবাজার): দালালের মাধ্যমে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের আশ্রয়শিবির থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁকে উখিয়ার রোহিঙ্গা শিবির থেকে গ্রেপ্তার করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। 

আটক হওয়া ওই রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ ইউসুফ (২০)। তিনি উখিয়া উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা শিবিরের শাহ আলমের ছেলে। মোহাম্মদ ইউসুফের সঙ্গে ভাসানচর থেকে আরও দুই রোহিঙ্গা পালিয়ে এসেছেন বলে জানা গেছে। তবে তাঁদের এখনো আটক করা যায়নি। 

এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে। আটকের পর ইউসুফ জানান, গত ৩১ মার্চ উখিয়া রোহিঙ্গা শিবির থেকে তাঁর স্ত্রী ছবুরা খাতুনসহ (১৯) ভাসানচরে যান। সেখানে কিছুদিন থাকার পর পরিবারের লোকজনের সঙ্গে আবারও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফেরত আসার জন্য চেষ্টা চালাতে থাকেন ইউসুফ। একপর্যায়ে গত মঙ্গলবার রাত ১টার দিকে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে ইউসুফ আরও দুই রোহিঙ্গাসহ কামাল (৩৫) নামের এক দালালের মাধ্যমে ভাসানচর ত্যাগ করেন। তাঁরা ১৮ হাজার টাকা দিয়ে ইঞ্জিনচালিত বোটযোগে আধা ঘণ্টার মধ্যে দেড়টায় সন্দ্বীপে পৌঁছান। পরদিন অর্থাৎ বুধবার সকাল ১০টায় সন্দীপ হয়ে বোটযোগে জনপ্রতি ২৫০ টাকা ভাড়ায় দুপুর ১২টার দিকে ইউসুফসহ আরও দুই রোহিঙ্গা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ঘাটে পৌঁছান। সেখান থেকে তাঁরা রাতে উখিয়া শিবিরে পৌঁছান। 
 
এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল ইসলাম বলেন, ইউসুফকে আটকের পর তাঁকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইউসুফের সঙ্গে ভাসানচর থেকে পালিয়ে আশা বাকি দুজনকে পাওয়া যায়নি। তাঁদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ