হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে প্রাইম মুভার-ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতি, আমদানি-রপ্তানি ব্যাহত

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

চট্টগ্রামে প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতি চলছে। নিয়োগপত্র নিশ্চিতের দাবিতে এই ধর্মঘট পালন করছেন তাঁরা। এর প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস ও কন্টেইনার পরিবহনে। ফলে ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি।

আজ বুধবার সকালে এনসিটি ও সিসিটি গেটের সামনে অবস্থান নেন শ্রমিকেরা। এতে বন্দরের ভেতরে কনটেইনার পরিবহনে আসা ট্রেইলারগুলো আটকা পড়ে। ভেতরেও প্রবেশ করেনি কোনো ট্রেইলার। তবে স্বাভাবিক রয়েছে বন্দরের পণ্য ওঠানামা। ট্রেনযোগে যে কনটেইনারগুলো সারা দেশে যায়, সেই কার্যক্রম স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক রয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল।

শ্রমিকদের দাবি, একাধিকবার দাবি আদায়ে কর্মসূচি দিলেও মালিকপক্ষ নিয়োগপত্র দিতে গড়িমসি করছে। দাবি আদায় না হলে কর্মবিরতি চলমান রাখা হবে বলেও জানান তাঁরা।

তবে মালিকদের দাবি, এটি অনেক আগেই সুরাহা হওয়া একটি বিষয়। এটি অনেকবার সমাধান হয়েছে এবং এ নিয়ে আদালতে একটি রিটও করা হয়েছে। আদালতে সুরাহা হওয়ার আগে শ্রমিকদের এই দাবি অন্যায্য বলে মনে করছেন তাঁরা।

চট্টগ্রাম প্রাইম মুভার-ট্রেইলার ইউনিয়নের সভাপতি সেলিম খান বলেন, শ্রমিকদের দাবি না মানায় সকাল থেকে তাঁরা কর্মবিরতি পালন শুরু করেন। যতক্ষণ পর্যন্ত শ্রমিকদের নিয়োগপত্র নিশ্চিত করা না হবে এবং শ্রম আইন অনুসারে শ্রমিকেরা সুবিধা না পাবেন, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে।

সর্বশেষ এই রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি