হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে জ্যান্ত ট্যাংরা গলায় আটকে এক বছরের শিশুর মৃত্যু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে জীবন্ত ট্যাংরা মাছ গলায় আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার দোহাজারীর পৌরসভার চাগাচর এলাকায় এই ঘটনা ঘটে। 

ইমরান হোসেনের মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দোহাজারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমেদ তানজিমুল ইসলাম। তিনি বলেন, ‘আজ সকালে গলায় মাছ আটকে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়। তবে শিশুটির অবস্থা ভালো না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।’ 

গলায় মাছ আটকে মারা যাওয়া শিশু ইমরান হোসেন (১) দোহাজারীর পৌরসভার চাগাচর এলাকার জেলে মোহাম্মদ হোসেনের ছেলে। 

চন্দনাইশে বিলুপ্ত হওয়া দোহাজারীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বেগ জানান, মোহাম্মদ হোসেন স্থানীয় সাঙ্গু নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। আজ সকালে মাছ ধরে বাড়ির বারান্দায় রাখেন তিনি। সেখান থেকে একটি মাছ মুখে দেয় ইমরান। পরে কান্নাকাটি শুরু করলে তাকে দোহাজারি হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা