হোম > সারা দেশ > চট্টগ্রাম

ম্যাজিস্ট্রেট আসার আগেই পালালেন হাসপাতালের কর্মকর্তা–কর্মচারী 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

ম্যাজিস্ট্রেট আসার আগেই কর্মকর্তা–কর্মচারীরা পালিয়ে গেল। ঘটনা গত রোববার বিকেলের। রোগীতে ভরপুর ডায়াগনস্টিক সেন্টার। চিকিৎসকের দেওয়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে সমানতালে। হঠাৎ সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রবেশ। আর তাঁর উপস্থিতি টের পেয়েই পালিয়ে যান দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীরা। 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের মালিক বা সংশ্লিষ্ট কাউকে না পেয়ে ডায়াগনস্টিক সেন্টারটিকে সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। একই সময়ে অভিযান চালিয়ে আরও একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা এবং দুটি ডায়াগনস্টিক সেন্টারের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘সীতাকুণ্ডে কোনো ডায়াগনস্টিক সেন্টার সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছিল কিনা তা খতিয়ে দেখতে রোববার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৬টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কুমিরা সি-ভিউ ল্যাব সেন্টার ও হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টারের কোনোরকম অনুমোদন না থাকায় বন্ধ করে দেয়া হয়।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, ‘এ ছাড়া কিছু কিছু নথিপত্র না থাকাসহ বিভিন্ন কারণে ভাটিয়ারি এলাকার লাইভ সেভার ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং ১৫ দিনের মধ্যে নথিপত্র ঠিক করে আনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।’ 

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ