হোম > সারা দেশ > চট্টগ্রাম

পিকআপ ভ্যানের ওপর উল্টে পড়ল ট্রাক, পুলিশ সদস্যসহ আহত ৩ 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

অবরোধে নাশকতা মোকাবিলায় মহাসড়কের সীতাকুণ্ড অংশে পুলিশ ভ্যান নিয়ে টহল কার্যক্রম চালাচ্ছিল পুলিশ। হঠাৎই একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে পাশে থাকা পুলিশ ভ্যানের ওপর উল্টে পড়ে। 

এতে পুলিশ ভ্যানের পেছনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। আজ রোববার ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসদরস্থ পন্থিছিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন ভূঁইয়া। তিনি জানান, এবি এন্টারপ্রাইজের স্ক্র্যাপবাহী ডাম্প ট্রাকটি মহাসড়কের পন্থিছিলা এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় ডাম্প ট্রাকটির ওপরের অংশ খুলে গিয়ে পাশে থাকা পুলিশ ভ্যানের ওপর উল্টে পড়ে। 

এতে পুলিশ ভ্যানের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় মো. সোহেল ও মংময়চিং মারমা নামের দুই পুলিশ কনস্টেবল ও ডাম্পট্রাক চালক আহত হন। দুর্ঘটনা পরবর্তীতে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। 

এদিকে দুর্ঘটনা পরবর্তীতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে গেলেও দুর্ঘটনাকবলিত পুলিশ ভ্যান ও ডাম্প ট্রাকটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় আহত দুই পুলিশ সদস্য ও ডাম্প ট্রাক চালকের শরীরের বেশকিছু স্থানে কেটে যাওয়ার পাশাপাশি চামড়া ছিলে গেছে। হাসপাতালে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা শেষে দুপুরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি