হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে অবৈধ দখলে থাকা ১.১২ একর খাস জমি উদ্ধার 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা–বাঁশখালী উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা ১.১২ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা। আজ মঙ্গলবার আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকা থেকে এ জমি উদ্ধার করা হয়। 

অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ্ আল মুমিন। উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল খালেকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

সূত্রে জানা যায়, আনোয়ারা-বাঁশখালী সীমান্তে সড়কের জন্য ৮৫ শতক জমি অধিগ্রহণ করে সরকার। জমির মালিকেরা অধিগ্রহণের ক্ষতিপূরণও তুলে নেন। সড়ক নির্মাণে শেষে পরবর্তীতে ভূমিদস্যুরা আরব প্রপার্টিজ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিপত্র করেন। ১.১২ একর জমি অবৈধভাবে দখল করে আরব প্রপার্টিজ গরু ও মহিষের খামার গড়ে তোলে এবং রাতের আঁধারে মাটি কেটে ট্রাকে করে বিক্রি করছিল উপজেলার বিভিন্ন স্থানে। 

উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে দুটি মামলায় আবুল কালামের ছেলে মেহেরাজকে ৫০ হাজার টাকা ও রফিকুল ইসলামের ছেলে নিজাম উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা এবং ১ কোটি ৪০ লাখ টাকার খাস জমি উদ্ধার করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ্ আল মুমিন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি অবৈধভাবে দখলে রেখে গরু-মহিষের খামার গড়ে তুলে এবং রাতের আঁধারে মাটি বিক্রি করছিল। জড়িত দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।’ সরকারি খাস জমি উদ্ধারে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’ 

এর আগে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে গরুর মাংসের দোকানে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ্ আল মুমিন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে একটি মাংসের দোকান, দুইটি মুরগির দোকান ও ওয়েল ফুডসহ তিন ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে