হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে অবৈধ দখলে থাকা ১.১২ একর খাস জমি উদ্ধার 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা–বাঁশখালী উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা ১.১২ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা। আজ মঙ্গলবার আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকা থেকে এ জমি উদ্ধার করা হয়। 

অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ্ আল মুমিন। উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল খালেকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

সূত্রে জানা যায়, আনোয়ারা-বাঁশখালী সীমান্তে সড়কের জন্য ৮৫ শতক জমি অধিগ্রহণ করে সরকার। জমির মালিকেরা অধিগ্রহণের ক্ষতিপূরণও তুলে নেন। সড়ক নির্মাণে শেষে পরবর্তীতে ভূমিদস্যুরা আরব প্রপার্টিজ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিপত্র করেন। ১.১২ একর জমি অবৈধভাবে দখল করে আরব প্রপার্টিজ গরু ও মহিষের খামার গড়ে তোলে এবং রাতের আঁধারে মাটি কেটে ট্রাকে করে বিক্রি করছিল উপজেলার বিভিন্ন স্থানে। 

উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে দুটি মামলায় আবুল কালামের ছেলে মেহেরাজকে ৫০ হাজার টাকা ও রফিকুল ইসলামের ছেলে নিজাম উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা এবং ১ কোটি ৪০ লাখ টাকার খাস জমি উদ্ধার করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ্ আল মুমিন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি অবৈধভাবে দখলে রেখে গরু-মহিষের খামার গড়ে তুলে এবং রাতের আঁধারে মাটি বিক্রি করছিল। জড়িত দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।’ সরকারি খাস জমি উদ্ধারে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’ 

এর আগে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে গরুর মাংসের দোকানে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ্ আল মুমিন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে একটি মাংসের দোকান, দুইটি মুরগির দোকান ও ওয়েল ফুডসহ তিন ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫