হোম > সারা দেশ > চট্টগ্রাম

গোপনে চবির ছাত্রী হলের ভিডিও ধারণ, যুবক আটক

চবি সংবাদদাতা

চবিতে ছাত্রী হলের ভিডিও ধারণের সময় যুবক আটক। ছবি: আজকের পত্রিকা

গোপনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীদের আবাসিক হলে ঢুকে ভিডিও ধারণের অভিযোগে আব্দুর রহিম (২০) নামে বহিরাগত এক যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের দ্বিতীয় তলা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে মোবাইলের ৯টি সিম উদ্ধার করা হয়েছে।

আব্দুর রহিমের বাড়ি নোয়াখালী জেলায়। তিনি স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রক্টরিয়াল বডির অফিস সূত্রে জানা যায়, শেখ হাসিনা হলের নিরাপত্তা প্রহরী পানির মোটরের সুইচ অন করতে গেলে সুযোগ বুঝে হলের ভেতরে ঢুকে পড়েন আব্দুর রহিম। পরে হলের দ্বিতীয় তলায় ওঠে শার্টের পকেটে ক্যামেরা অন করে ভিডিও করেন।

ওই সময়ে হলের কয়েকজন শিক্ষার্থীর সন্দেহ হলে তাঁকে জিজ্ঞেসবাদ করার একপর্যায়ে ভিডিও করার বিষয়টি ধরা পড়ে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে খবর দিলে তাঁকে আটক করা হয়।

এ বিষয়ে সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা খবর পেয়ে দ্রুত সেখানে যাই এবং ওই যুবককে আটক করি। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও ইমেজের জন্য হুমকিস্বরূপ। তবে অভিযুক্ত যুবকের মা-বাবার তত্ত্বাবধানে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি