হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গাদের জন্য ভুয়া এনআইডি তৈরি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রোহিঙ্গাদের জন্য ভুয়া এনআইডি ও জন্মনিবন্ধন তৈরির মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ঢাকা মেট্টোপলিটন পুলিশের সহায়তায় আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের সামনের একটি দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র স্প্রীনা রাণী প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন–মো. রাজু শেখ (৩২), মো. মাহমুদুল রিয়াদ (২৪) ও নয়ন শেখ (২১)। এ সময় তাদের কাছ থেকে জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের জন্য করা তিনটি এনআইডি, পাঁচটি জন্মনিবন্ধন সার্টিফিকেট ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

চট্টগ্রাম পুলিশের মুখপাত্র স্প্রীনা রাণী প্রামাণিক আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান-তাঁরা বছর খানিক ধরে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশি পাসপোর্ট, এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে তৈরি করে আসছে। তাঁদের কাছ থেকে জালিয়াতির মাধ্যমে তৈরি করা রোহিঙ্গাদের জন্য তিনটি এনআইডি ও পাঁচটি জন্মনিবন্ধন সার্টিফিকেট জব্দ করা হয়েছে। এ ছাড়া জালিয়াতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিও জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘চক্রটি জালিয়াতির মাধ্যমে তৈরি করা এসব এনআইডি ও জন্মনিবন্ধন তৈরি করে তা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রাপ্তিতে কাজ করে আসছিল। ইতিপূর্বে এ চক্রের কয়েকজন সদস্য ডিবি কর্তৃক আটক হয় এবং তাঁদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য জালিয়াতির মাধ্যমে তৈরি করা বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির