হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তৌহিদ নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পেকুয়ারকুল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তৌহিদ উপজেলার লালানগর ইউনিয়নের আবু তৈয়বের ছেলে। তিনি লালানগর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাঙ্গুনিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ও সামাজিক কিছু বিষয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তৌহিদের বিরোধ ছিল। এর জেরে প্রতিপক্ষ তাঁকে প্রায়ই হুমকি দিত। বুধবার রাতে তৌহিদ স্থানীয় আলমশাহ পাড়ায় দলীয় বর্ধিত সভা শেষে বাড়ি ফিরছিলেন। পথে লালানগরের পেকুয়ারকুল মসজিদসংলগ্ন ব্রিজের সামনে এলে দেশীয় অস্ত্র হাতে সাত-আটজন দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তৌহিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আহত তৌহিদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে রাতেই তৌহিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

পরিবার সূত্রে জানা গেছে, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তৌহিদের হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকি বলেন, ‘হামলার ঘটনায় রাঙ্গুনিয়া থানায় একটি মামলা নেওয়া হয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।’ 

এদিকে যুবলীগ নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির