হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

খালের পানিতে ভেসে আসা প্রাইভেট কারের মালিককে খুঁজছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খালের পানিতে ভেসে আসা প্রাইভেট কারের মালিককে খুঁজছে পুলিশ। গাড়িতে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত করা হচ্ছে।

এদিকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ভেসে আসা প্রাইভেট কারের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি স্থানীয় থানা-পুলিশ। 

স্থানীয় লোকজন জানান, গতকাল বুধবার দুপুরে নবীনগর উপজেলার কুড়িঘরে মহেশ সড়কের পাশে নান্দুরা খালে ভেসে আসে প্রাইভেট কারটি। স্থানীয় লোকজন নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাইভেট কারটি খালের পানি থেকে পাড়ে তুলে আনেন। পুলিশ প্রাইভেট কারের ভেতর থেকে একটি মোবাইল ফোন ও শার্ট উদ্ধার করে। 

প্রাইভেট কারের মালিক খোঁজার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে খালে প্রাইভেটকারটি ভেসে আসার কারণ ও এর মালিক সম্পর্কে তথ্য অনুসন্ধানের জন্য উদ্ধার করা মোবাইল ফোনটি হচ্ছে একমাত্র সূত্র। তবে অনেক দিন পানিতে পড়ে থাকায় মোবাইল ফোনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।’ 

পুলিশ পরিদর্শক সোহেল আরও বলেন, ‘মোবাইল ফোনটি স্থানীয় বাজারের মোবাইল ফোন সার্ভিসের এক কারিগরের দোকানে দিয়েছি মেরামত করে দেখার জন্য। ফোনটি মেরামত করা গেলে সিম ও আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) নম্বরের মাধ্যমে তথ্য যাচাই-বাছাই করা যাবে। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল