হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

খালের পানিতে ভেসে আসা প্রাইভেট কারের মালিককে খুঁজছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খালের পানিতে ভেসে আসা প্রাইভেট কারের মালিককে খুঁজছে পুলিশ। গাড়িতে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত করা হচ্ছে।

এদিকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ভেসে আসা প্রাইভেট কারের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি স্থানীয় থানা-পুলিশ। 

স্থানীয় লোকজন জানান, গতকাল বুধবার দুপুরে নবীনগর উপজেলার কুড়িঘরে মহেশ সড়কের পাশে নান্দুরা খালে ভেসে আসে প্রাইভেট কারটি। স্থানীয় লোকজন নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাইভেট কারটি খালের পানি থেকে পাড়ে তুলে আনেন। পুলিশ প্রাইভেট কারের ভেতর থেকে একটি মোবাইল ফোন ও শার্ট উদ্ধার করে। 

প্রাইভেট কারের মালিক খোঁজার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে খালে প্রাইভেটকারটি ভেসে আসার কারণ ও এর মালিক সম্পর্কে তথ্য অনুসন্ধানের জন্য উদ্ধার করা মোবাইল ফোনটি হচ্ছে একমাত্র সূত্র। তবে অনেক দিন পানিতে পড়ে থাকায় মোবাইল ফোনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।’ 

পুলিশ পরিদর্শক সোহেল আরও বলেন, ‘মোবাইল ফোনটি স্থানীয় বাজারের মোবাইল ফোন সার্ভিসের এক কারিগরের দোকানে দিয়েছি মেরামত করে দেখার জন্য। ফোনটি মেরামত করা গেলে সিম ও আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) নম্বরের মাধ্যমে তথ্য যাচাই-বাছাই করা যাবে। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।’

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫