হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবি ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় আসামির জামিন আবারও বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার মামলায় অভিযুক্ত নুর হোসেন শাওনের (২২) জামিন আবার নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞা আসামির জামিন নামঞ্জুরের পর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত যুবক হাটহাজারী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আদালত মামলাটির অপরাধের গুরুত্ব বিবেচনা করে দীর্ঘ শুনানির শেষে আসামির জামিন নামঞ্জুর করেন। গত ১৪ সেপ্টেম্বর একই আসামির জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

গত ১৭ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে হলে ফেরার পথে এক ছাত্রী ও তাঁর বন্ধুকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে শ্লীলতাহানি করা হয়। এ সময় ছাত্রীর শ্লীলতাহানির ভিডিও ধারণ করে ভাইরাল করার ভয় দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে চেষ্টা করা হয়। ঘটনার দুই দিন পর ২০ জুলাই ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। পরে র‍্যাব অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত শাওনসহ ৬ জনকে গ্রেপ্তার করেন।

 এ ঘটনায় অন্য অভিযুক্তরা হলেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা (২২), মো. সাইফুল (২৩) ও সাইফুল ইসলাম (২৪)।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত