হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবি ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় আসামির জামিন আবারও বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার মামলায় অভিযুক্ত নুর হোসেন শাওনের (২২) জামিন আবার নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞা আসামির জামিন নামঞ্জুরের পর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত যুবক হাটহাজারী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আদালত মামলাটির অপরাধের গুরুত্ব বিবেচনা করে দীর্ঘ শুনানির শেষে আসামির জামিন নামঞ্জুর করেন। গত ১৪ সেপ্টেম্বর একই আসামির জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

গত ১৭ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে হলে ফেরার পথে এক ছাত্রী ও তাঁর বন্ধুকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে শ্লীলতাহানি করা হয়। এ সময় ছাত্রীর শ্লীলতাহানির ভিডিও ধারণ করে ভাইরাল করার ভয় দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে চেষ্টা করা হয়। ঘটনার দুই দিন পর ২০ জুলাই ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। পরে র‍্যাব অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত শাওনসহ ৬ জনকে গ্রেপ্তার করেন।

 এ ঘটনায় অন্য অভিযুক্তরা হলেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা (২২), মো. সাইফুল (২৩) ও সাইফুল ইসলাম (২৪)।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির