হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আগুনে পুড়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে মশার কয়েল থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ পরিবারের অপর সদস্য মো. ঈমাম উদ্দিন (২৩) হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। 

আজ রোববার ভোর ৫টার দিকে বায়েজিদ থানার পূর্ব শহীদ নগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

দগ্ধ হয়ে মৃতরা হলেন—নূর নাহার বেগম (৩০), তার দুই সন্তান মারুফ (১) ও ফারিজা (৩)। 

বায়েজীদ থানার পরিদর্শক (তদন্ত) মো. হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আহত ঈমাম উদ্দিন প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সুস্থ আছেন। 

স্থানীয়রা জানান, শহীদ নগর এলাকার একটি ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। পরে এ আগুন পাশের আরও পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে মোট ছয়টি ঘরে পুড়ে যায়। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। 

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান মো. রফিক উদ্দিন আহমদ জানান, আগুনে দগ্ধ মা ও তাঁর দুই সন্তানকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা চিত্ত রঞ্জন বৈদ্য বলেন, ‘ভোরে খবর পেয়ে আমাদের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ছয়টি কাঁচা ঘর পুড়ে যায়। এসব ঘরের একটিতে আগুনে দগ্ধ হয় চারজন। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই দগ্ধ চারজনকে উদ্ধার করে নিয়ে চমেক হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।’ 

বায়েজীদ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা মো. হোসাইন জানান, মশার কয়েল থেকে লাগা আগুনে মা ও তাঁর দুই সন্তানের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির