হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে আন্দোলনকারীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। আজ শুক্রবার জুমার নামাজের পরপরই বিভিন্ন সড়কে নেমে পড়েন তাঁরা। পরে নগরীর নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। সেখানে কয়েক হাজার আন্দোলনকারী অংশ নিয়েছেন। 

এর আগে জুমার নামাজের পরপরই আন্দরকিল্লাহ এলাকায় জমায়েত হতে থাকেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক নেতা–কর্মীরা। হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদেরও গণমিছিলে যোগ দিতে দেখা গেছে। পরে বিশাল একটি মিছিল নিউমার্কেটে অবস্থান নিয়েছে। 

আবুল হাসনাত নামের এক আন্দোলনকারী আজকের পত্রিকাকে বলেন, ‘২০০ বেশি ছাত্র ও মানুষকে হত্যা করেছে এই সরকার। ৯ দফা দাবি আদায় এখন আমাদের লক্ষ্য।’ 

জুমার নামাজের পর আন্দরকিল্লাহ শাহী মসজিদের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মোড়ে মোড়ে পুলিশ-বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। 

সরকারি চাকরিজীবী মাহবুব রহমান বলেন, ‘এই সরকার পুরোপুরি ব্যর্থ। দেশের ১৮ কোটি মানুষ জিম্মি। ভোট দিতে পারে না, অধিকার চাইতে পারে না। আন্দোলন করতে গেলে, গুলি করে হত্যা করে।’ 

নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনের এক সমন্বয়ক বলেন, ‘আমাদের আন্দোলনে সবাই সাপোর্ট দিচ্ছে। এটি আর ছাত্রদের আন্দোলন নেই। এটি এখন গণমানুষের আন্দোলন। ২০০ হত্যার বিচার চাই। এটির সঙ্গে জড়িত সরকারই।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত