হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে আন্দোলনকারীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। আজ শুক্রবার জুমার নামাজের পরপরই বিভিন্ন সড়কে নেমে পড়েন তাঁরা। পরে নগরীর নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। সেখানে কয়েক হাজার আন্দোলনকারী অংশ নিয়েছেন। 

এর আগে জুমার নামাজের পরপরই আন্দরকিল্লাহ এলাকায় জমায়েত হতে থাকেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক নেতা–কর্মীরা। হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদেরও গণমিছিলে যোগ দিতে দেখা গেছে। পরে বিশাল একটি মিছিল নিউমার্কেটে অবস্থান নিয়েছে। 

আবুল হাসনাত নামের এক আন্দোলনকারী আজকের পত্রিকাকে বলেন, ‘২০০ বেশি ছাত্র ও মানুষকে হত্যা করেছে এই সরকার। ৯ দফা দাবি আদায় এখন আমাদের লক্ষ্য।’ 

জুমার নামাজের পর আন্দরকিল্লাহ শাহী মসজিদের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মোড়ে মোড়ে পুলিশ-বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। 

সরকারি চাকরিজীবী মাহবুব রহমান বলেন, ‘এই সরকার পুরোপুরি ব্যর্থ। দেশের ১৮ কোটি মানুষ জিম্মি। ভোট দিতে পারে না, অধিকার চাইতে পারে না। আন্দোলন করতে গেলে, গুলি করে হত্যা করে।’ 

নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনের এক সমন্বয়ক বলেন, ‘আমাদের আন্দোলনে সবাই সাপোর্ট দিচ্ছে। এটি আর ছাত্রদের আন্দোলন নেই। এটি এখন গণমানুষের আন্দোলন। ২০০ হত্যার বিচার চাই। এটির সঙ্গে জড়িত সরকারই।’

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু