হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে আন্দোলনকারীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। আজ শুক্রবার জুমার নামাজের পরপরই বিভিন্ন সড়কে নেমে পড়েন তাঁরা। পরে নগরীর নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। সেখানে কয়েক হাজার আন্দোলনকারী অংশ নিয়েছেন। 

এর আগে জুমার নামাজের পরপরই আন্দরকিল্লাহ এলাকায় জমায়েত হতে থাকেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক নেতা–কর্মীরা। হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদেরও গণমিছিলে যোগ দিতে দেখা গেছে। পরে বিশাল একটি মিছিল নিউমার্কেটে অবস্থান নিয়েছে। 

আবুল হাসনাত নামের এক আন্দোলনকারী আজকের পত্রিকাকে বলেন, ‘২০০ বেশি ছাত্র ও মানুষকে হত্যা করেছে এই সরকার। ৯ দফা দাবি আদায় এখন আমাদের লক্ষ্য।’ 

জুমার নামাজের পর আন্দরকিল্লাহ শাহী মসজিদের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মোড়ে মোড়ে পুলিশ-বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। 

সরকারি চাকরিজীবী মাহবুব রহমান বলেন, ‘এই সরকার পুরোপুরি ব্যর্থ। দেশের ১৮ কোটি মানুষ জিম্মি। ভোট দিতে পারে না, অধিকার চাইতে পারে না। আন্দোলন করতে গেলে, গুলি করে হত্যা করে।’ 

নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনের এক সমন্বয়ক বলেন, ‘আমাদের আন্দোলনে সবাই সাপোর্ট দিচ্ছে। এটি আর ছাত্রদের আন্দোলন নেই। এটি এখন গণমানুষের আন্দোলন। ২০০ হত্যার বিচার চাই। এটির সঙ্গে জড়িত সরকারই।’

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের