হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রীর ক্যানসারে ‘মানসিক চাপে থাকা’ বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির পাশের আমগাছ থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর ক্যানসার চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে অর্থনৈতিক সংকটের পড়ে তিনি মানসিক চাপে ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রাম থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত আব্দুল মালেক মজুমদার (৬০) ওই গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে। 

পরিবারের বরাতে স্থানীয় গ্রাম-পুলিশ সদস্য কবির হোসেন আজকের পত্রিকাকে জানান, আব্দুল মালেক ৩ সন্তানসহ স্ত্রী মাইনুরী বেগমকে নিয়ে ঢাকায় থাকতেন। সেখানে ফলের ব্যবসা করতেন তিনি। ২ বছর আগে তাঁর স্ত্রী মাইনুরী বেগমের ক্যানসার ধরা পড়ে। ঢাকায় সাধ্যমতো চিকিৎসা করানো শেষে, গ্রামে ফিরে যান তারা। সম্প্রতি তিনি স্ত্রীর চিকিৎসার ব্যয়ভার মেটাতে স্থানীয় বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করেছেন। 

সময়মতো সেই ঋণ পরিশোধ করতে না পারা ও স্ত্রীর সুচিকিৎসা করাতে না পেরে তিনি মানসিকভাবে দুশ্চিন্তায় ভুগছিলেন। প্রতিদিনের মতোই বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায়ের প্রস্তুতি নিতে ঘর থেকে বের হন তিনি। এর কিছুক্ষণ পর ওই বাড়ির সদস্য রাশিদা বেগম চিৎকার শুরু করলে সকলের ঘুম ভেঙে যায়। 

রাশিদা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ফজরের নামাজের জন্য ওজু করতে পুকুরে যাওয়ার সময় দেখি-আম গাছের সাথে লাইলনের রশি গলায় প্যাঁচানো অবস্থায় মরদেহ ঝুলে আছে।’ 

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির