দেয়াঙ পাহাড় থেকে নেমে আসা হাতির তাণ্ডবে বারবার বসতবাড়ি ও ফসল তছনছ হওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারার মানুষ। হাতির উপদ্রবে অতিষ্ঠ হয়ে অবশেষে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের এক বাসিন্দা।
আজ শনিবার ভোরের দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহ্ আহমদ চৌধুরী বাড়ির মো. মোজাম্মেল হকের বাড়িতে চড়াও হয় তিনটি হাতি। বাড়ির জানালা ভাঙচুরে ৩৬ হাজার টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে দুপুরে কর্ণফুলী থানায় জিডি করেছেন ক্ষতিগ্রস্তের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘হাতির আক্রমণে বাড়ির ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ক্ষতিগ্রস্ত এক পরিবার। প্রায়ই পাহাড় থেকে ওই এলাকার লোকালয়ে হাতির পাল চলে আসে। এবারও সম্ভবত এসেছে। আমরা বিষয়টি বন বিভাগকেও জানিয়ে রাখব।’