হোম > সারা দেশ > চাঁদপুর

শাহরাস্তিতে ১ যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

শাহরাস্তিতে বেলায়েত হোসেন রিপন (৩৫) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে হত্যা করে তাঁকে ফেলে গেছে।

বেলায়েত হোসেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মৃত মৌলভি মকসুদ আলীর পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় গঙ্গারামপুর গ্রামের খোকনের স্ত্রী কানন বেগম (৪০) মাঠে ছাগল চরাতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। তাঁর ডাকে স্থানীয়রা এসে রিপনের মরদেহ বলে শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের ফুপাতো ভাই মো. আবুল কালাম জানান, রিপন একজন কৃষক। সে মৌসুমে মাটি ও চামড়ার ব্যবসা করে। ঘটনার আগের রাতে সে বাড়ি ফেরেনি। এর আগে রাত ৮টায় স্থানীয় লোকজন তাঁকে পাড়ার চায়ের দোকানে দেখেছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, নিহতের গলায় রশি বা কাপড় দিয়ে শ্বাস রোধ করা হয়েছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে মরদেহটি টেনে ঘটনাস্থলে এনে ফেলা হয়েছে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল