চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় মো. মাহবুব (১৯) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এতে আরও দুই পর্যটক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার পৌর সদর রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত মাহবুব মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার হাসকান্দি মধ্যেরচর গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং মুন্সিগঞ্জের সিরাজদিখান খাইসখান্দি ইসলামীয়া দাখিল মাদ্রাসার ছাত্র।
নিহত মাহবুবের দুই বন্ধু মো. সবুজ ও হাসান জানান, সীতাকুণ্ডের পর্যটন এলাকায় বেড়ানোর জন্য মাদ্রাসা থেকে তাঁরা ১০ জন বন্ধু বের হন। বৃহস্পতিবার সকালে ঢাকা মেইলে করে তাঁরা সীতাকুণ্ডের পৌর সদরের রেলওয়ে স্টেশনে নামেন। তাঁরা স্টেশনের ভুল পাশে (রং সাইডে) এসে নামার পরপরই ঢাকামুখী দ্রুতগামী সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কা লাগে। এতে ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত হন তাঁদের সঙ্গে থাকা আরও দুজন।
সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ তোফাজ্জল বলেন, রং সাইডে অসতর্ক হয়ে দাঁড়ানোর কারণে সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কায় ওই পর্যটক মারা যান। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।