হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ছুরিকাঘাতে মোহাম্মদ আজিম (১৭) নামে কিশোর খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ডবলমুরিং থানাধীন চৌমুহনী বরফ কল এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অটোরিকশা গায়ে তোলাকে কেন্দ্র করে একটি পক্ষ আরেকটি পক্ষকে মারধর করে। সেই ঘটনার রেশ ধরে এই খুনের ঘটনা ঘটে। নিহত আজিম চট্টগ্রাম বন্দরে জাহাজে শ্রমিক হিসেবে কাজ করত। আর গ্রেপ্তার চারজনের কেউ দিনমজুর, কেউ অটোরিকশাচালক।

এ ঘটনায় আজ মঙ্গলবার নিহতের বড় বোন বিলকিস আক্তার বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে চৌমুহনী বরফকল এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি কিশোর দল এসে হামলা চালায় আজিমের ওপর। তাঁকে মারধরের একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন এসে আজিমকে মারতে আসা কিশোর গ্যাং সদস্যদের ধাওয়া দেন।

এ সময় অনেকে পালিয়ে গেলেও এক কিশোরকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। বাকিরা পালিয়ে গেলেও রাতে পুলিশ অভিযান চালিয়ে মো. নয়ন, মো. সোহেল, মো. মামুনসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে। ঘটনায় ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করে পুলিশ। তাঁদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে।

মামলার বাদী নিহতের বোন বিলকিস আক্তার বলেন, ‘ছোটবেলায় তাঁদের বাবা মারা যায়। মানুষের বাসায় কাজ করে তাঁর ছোট ভাই আজিমকে বড় করেছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘খুনের ঘটনার আগের দিন রোববার একজনের গায়ে অটোরিকশা তুলে দেওয়া নিয়ে একটি পক্ষ আরেকটি পক্ষকে মারধর করে। যারা মার খেয়েছিল তাঁরা প্রতিশোধ নেওয়ার জন্য ঘটনার দিন মোহাম্মদ আজিমকে একা পেয়ে মারধর করে। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করা হয়।’

তিনি বলেন, ‘যারা এই মামলায় জড়িত, তাঁরা সবাই কিশোর ও তরুণ বয়সের। এরা গ্যাং নিয়ে এলাকায় ঘোরাফেরা করে। এদের কিশোর গ্যাং বলা যাবে।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে