হোম > সারা দেশ > চট্টগ্রাম

বড় ভাইয়ের সঙ্গে কিশোরীর প্রেম, ছোট ভাইয়ের সঙ্গে পরিণয়

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

নবম শ্রেণিপড়ুয়া এক কিশোরীকে অপহরণের অভিযোগে মো. ফরহাদ (২২) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। ফরহাদ সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার মাহফুজুর রহমানের ছেলে। 

গতকাল শনিবার নগরীর বায়েজিদ থানার কানন আবাসিক এলাকা থেকে ফরহাদকে আটক করেন র‍্যাব-৭-এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা। এ সময় কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত এসপি মো. মাহফুজুর রহমান জানান, উদ্ধারকৃত স্কুলছাত্রীর সঙ্গে প্রেম ছিল অভিযুক্তের বড় ভাই ফয়সালের। বড় ভাইয়ের প্রেমিকাকে ফুসলিয়ে বিয়ে করেছেন ফরহাদ। 

কোম্পানি কমান্ডার আরও জানান, ফয়সাল ও ফরহাদ আপন ভাই। ১৪ বছর বয়সী নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ফয়সালের। পালিয়ে বিয়ে করার পরিকল্পনা করেন তাঁরা। সে অনুযায়ী ১২ ফেব্রুয়ারি কোভিড টিকা নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় কিশোরী। ফয়সালের কথামতো ফরহাদের সঙ্গে সাগরপাড়ি দিয়ে চট্টগ্রাম আসে সে। কথা ছিল, ফয়সাল পরে চট্টগ্রাম এসে বিয়ে করবে। 

এদিকে কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সন্দ্বীপ থানা-পুলিশ ফয়সালকে গ্রেপ্তার করে। ফয়সাল ও তার পরিবার ফরহাদকে ওই কিশোরীকে নিয়ে ফিরে আসার অনুরোধ করে। কিন্তু ফরহাদ তা না করে প্রথমে হাটহাজারী আদর্শগ্রামের পাশে পাহাড়ি সন্দ্বীপপাড়া এলাকায় একটি বাড়িতে আশ্রয় নেন। ছলিমপুর ছিন্নমূলের এক কথিত কাজির সহায়তায় তাঁরা বিয়েও করেন। এ ঘটনায় ওই ছাত্রীর মায়ের করা অভিযোগের ভিত্তিতে ফরহাদকে গ্রেপ্তার করে র‍্যাব। 

এ ব্যাপারে র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার বলেন, নবম শ্রেণিপড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগ করেন তার মা। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। পরে তাকে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট