হোম > সারা দেশ > চট্টগ্রাম

মারিশ্যা-দীঘিনালা সড়কের পাহাড়ধস, বাঘাইছড়ি বিচ্ছিন্ন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ধসে সারা দেশের সঙ্গে বাঘাইছড়ির যানচলাচল বন্ধ রয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুই টিলা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের ওপর ধসে পড়ে। 

এ ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া না গেলেও সকাল থেকে সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। সড়কের দুপাশে আটকে পড়েছে বহু যানবাহন। 

পাহাড়ধসের সংবাদ পাওয়ার পরপরই আজ শুক্রবার ভোর থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন। বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল খায়রুল আমিন পিএসসি নিজেই মাটি সরানোর কাজ তদারক করছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার পাহাড়ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা সংবাদ পাওয়ার পরপরই সেনাবাহিনী এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) লোকজনকে মাটি সরানোর অনুরোধ করেছি। ইতিমধ্যে সেনাবাহিনী কাজ শুরু করেছে। ভারী যন্ত্রপাতি নিয়ে সওজের সদস্যরা রওনা হয়েছেন। তাঁরা পৌঁছালে আমরা আশাবাদী তিন থেকে চার ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে। 

এদিকে প্রচণ্ড তাপপ্রবাহের পর গতকাল দুপুরে বাঘাইছড়িতে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। বজ্রপাতে এখন পর্যন্ত দুই নারী নিহত ও সাতজন পুরুষ আহত হয়েছেন। মারা গেছে তিনটি গবাদিপশু। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু