হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে জুয়ার আসর থেকে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের ২ নেতা সাময়িক বহিষ্কার  

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে জুয়ার আসর থেকে গ্রেপ্তার হওয়া লালখান বাজার আওয়ামী লীগের দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁদের কারণ দর্শানোরও নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক জরুরি সভায় তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে লালখান বাজারের মুনতাসির টাওয়ার নামে এক ভবন থেকে এ দুই আওয়ামী লীগ নেতাসহ ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর তাঁরা জামিন পান।

বহিষ্কৃতরা হলেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মিজানুর রহমান (৫০) ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বিশ্বজিৎ চৌধুরী। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম।

এদিকে নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. মফিজ উদ্দিন জানান, ৩২ আসামিকে আদালতে হাজির করে জামিনের আবেদন জানালে আদালতের বিচারক তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।

এদিকে দলীয় পরিচয় ব্যবহার করে পাহাড়তলী ক্লাব নামে একটি জুয়ার ক্লাব পরিচালনার অভিযোগ উঠেছে এই নেতাদের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ওই ক্লাবে অভিযান চালিয়ে নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জাম নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের ওই দুই নেতাসহ ৩২ জনকে আটক করে খুলশী থানার পুলিশ।

খুলশী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল বাশার জানান,  লালখান বাজারের মুনতাসির টাওয়ার থেকে ৩২ জনকে আটক করা হয়। তাঁরা সবাই ক্যাসিনো খেলছিলেন। নগদ টাকা ও জুয়ার আট তাসের বান্ডিলও উদ্ধার করা হয়েছে। তাঁদের বুধবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ আইনে মামলা দিয়ে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় খুলশী থানার পুলিশ।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে অথবা আওয়ামী লীগের সাংগঠনিক পদে থেকে জুয়ার মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় তাঁদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁদের কারণ দর্শাতেও বলা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কাজ করলে কাউকে ছাড় নয় বলেও সতর্ক করেন এই নেতা।

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী