হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা সিটি নির্বাচনকে ঘিরে অস্ত্র মজুতের অভিযোগ, গ্রেপ্তার ২ 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী এলাকা থেকে দেশি এলজি গুলি ও বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-২ এর কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন—জেলার চৌদ্দগ্রাম থানার সাতবাড়ীয়া (দাতামা) গ্রামের ফারুক আহাম্মেদের ছেলে মো. কামরুল হাসান রনি (৩১) এবং একই গ্রামের মো. হোসাইনের ছেলে মো. সালমান (২৫)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব মঙ্গলবার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি এলজি (পাইপগান), একটি এলজি (শটগান), নয় রাউন্ড পিস্তলের গুলি ও দুই রাউন্ড শটগানের গুলিসহ অস্ত্রধারী দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ মজুত করেছে বলে স্বীকার করেছেন। তাঁরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তিভিত্তিক বিভিন্ন ধরনের অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছেন। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত