হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

মেঘনার ভাঙনে নিঃস্ব কমলনগরবাসীরা চান টেকসই বাঁধ 

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুর কমলনগরে মেঘনা নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন সেখানকার বেশ কয়েকজন বাসিন্দা। তাদের একটাই দাবি, এলাকায় টেকসই বাঁধ নির্মাণ। ভাঙনরোধে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন তারা। 

কমলনগরের কালকিনি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন তার ৮৫ বছরের জীবনে মোট ১২ বার ভাঙনের শিকার হয়েছেন। সাত মেয়ে ও দুই ছেলে নিয়ে অসহায়ের মত বসবাস করছেন অন্যের আশ্রয়ে। 

নিজের দুরবস্তা তুলে ধরে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমার প্রায় ৪০ বিঘার মত জমি আছিলো। ওইডি এহন বিক্রি করলে ৩ কোটি টাকার মত দাম হইত। কিন্তু নদী ভাইঙা তো সব হারায়া ফালাইলাম। আর এখন যেহানে আছি, ওইহানেও মনে হয় না এক দুই মাসের বেশি থাকবার পারমু।’ 

একই ওয়ার্ডের আরেক বাসিন্দা আব্দুল মালেক মোল্লা (৭৫)। ৬ বার মেঘনার ভাঙনের শিকার হয়ে তিনিও হয়ে পড়েছেন সহায় সম্বলহীন। দেলোয়ার হোসেনের মত তিনিও থাকছেন অন্যের জায়গায়। আক্ষেপের সুরে তিনি বলেন, ‘এখন যদি মৃত্যুর আগে অন্তত নদীর বাঁধটা দেখে যেতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম।’

মো. দেলোয়ার হোসেন বা আব্দুল মালেক মোল্লার মত কমলনগরের আরও অনেকেই নদী ভাঙনে সর্বস্ব হারিয়েছেন; করছেন মানবেতর জীবনযাপন। 

চর কালকিনি ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল্লাহ বলেন, ‘কমলনগরের সবচেয়ে ভয়াবহ সমস্যা এই মেঘনা নদী ভাঙন। যদি ভাঙন রোধ এবং বাঁধ সমস্যার সমাধান করা না যায় তাহলে মানচিত্র থেকে কমলনগর এলাকাটি হারিয়ে যাবে।’ 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মেঘনায় ভাঙনরোধে যে প্রকল্পটির অনুমোদন দিয়েছেন তা অতি দ্রুত বাস্তবায়ন করে একটি টেকসই বাঁধ নির্মাণ করার অনুরোধ জানাচ্ছি আমরা।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার