হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিরাপত্তা যাদের হাতে, তারাই চুরি করছে রেলের মালামাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরের পাহাড়তলী রেলওয়ের সেল ডিপোতে (পুরোনো মালামাল রাখার স্থান) ৭৯৩ কেজি মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংঘবদ্ধ চোর চক্র ছাড়াও নিরাপত্তায় নিয়োজিত রেলের আরএনবির এক সদস্যের নাম এসেছে। ভিডিও ফুটেজেও তার প্রমাণ পাওয়া গেছে। 

এৎ ঘটনায় গত রোববার পুরোনো সেল ডিপোর বর্তমান এসই (এস) মো. গোলাম রাব্বানী ও পাহাড়তলীর এসএসই (এস) মো. ইউনুছ রেলওয়ের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনকে অবহিত করে চিঠি দিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৯ ও ২০ মার্চ ভোর ৩টা ৫৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিটে সিসিটিভি ফুটেজে দেখা যায় পুরোনো সেল ডিপোর পশ্চিম পাশে সীমানাপ্রাচীরের ওপর দিয়ে একজন দুষ্কৃতকারী প্রবেশ করে ৯ নম্বর বিটের এক্সেল গাইডের লট থেকে ৬১ পিস (প্রতিটির ওজন ১৩ কেজি), অর্থাৎ ৭৯৩ কেজি মালামাল চুরি করে। এর বাজারমূল্য প্রায় ৩২ হাজার টাকা। চিঠিতে আরএনবির সদস্যদের সক্রিয় দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়। 

ওই চোর চক্রের সঙ্গে জড়িত ছিলেন পাহাড়তলী স্টেশনের হাবিলদার কৃষ্ণ ও সিপাহি হাফিজ। মালামাল বিক্রি করে বিক্রির ৫০০ টাকা করে তাঁদের দেন চোর চক্রের সদস্যরা। 

চুরির ঘটনা ঘটার পর আরএনবির কর্মকর্তারা অভিযান চালান, এই সময় চরফ্যাশনের আবুল কালামের ছেলে আকরাম আলী ও খুলশী এলাকার বেলালকে গ্রেপ্তার করেন। 

এ বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট (পূর্ব) শফিকুল ইসলাম মৃধা বলেন, ‘ওই দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে তুলে রিমান্ডের জন্য আবেদন জানানো হবে।’ 

আরএনবির হাবিলদার কৃষ্ণের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, জিজ্ঞাসাবাদ তাঁর নাম এসেছে। বিষয়টি খতিয়ে দেখছি। 

এর আগে গত ৩ মার্চ রেলওয়ের লোকোশেডে অভিযান চালায় দুদক। সেখানেও আরএনবির বিরুদ্ধে তেল চুরির প্রমাণ পায় দুদক। ওই ঘটনায় রেলওয়ে জড়িত আরএনবির সাতজনকে তৎক্ষণাৎ বদলি করে। 

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য