হোম > সারা দেশ > চাঁদপুর

দোকান থেকে চিপস নিয়ে বাড়ি ফিরছিল ২ শিশু, সন্ধ্যায় পুকুরে মিলল লাশ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে দোকান থেকে বিকেলে চিপস নিয়ে বাড়ি রওনা হয় একই বাড়ির ওমর ফারুক (৫) ও জিহাদ হোসেন মানিক (৬) নামের দুই শিশু। পরে সন্ধ্যায় তাদের লাশ মেলে বাড়ির পাশের পুকুরে। গতকাল বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদারবাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু ওমর ফারুক হাওলাদারবাড়ির শাহ পরানের ছেলে এবং জিহাদ হোসেন মানিক একই বাড়ির জুয়েলের ছেলে।

শিশুদের স্বজনেরা জানান, বিকেল থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জাল ফেললে উঠে আসে দুই শিশুর লাশ। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা কেউ নিশ্চিত করতে পারেনি।

শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউছুফ প্রধানিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়েছি। এ ধরনের ঘটনায় ওই বাড়ির লোকজন খুবই শোকাহত।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গোপীনাথ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ওমর ফারুকের বাবা শাহ পরান দুই শিশুকে দোকান থেকে চিপস কিনে দিয়ে বাড়ি পাঠান। কিন্তু শিশু দুটি বাড়ি পৌঁছায়নি। পরক্ষণে দুই শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাতেই দুই শিশুর লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে