হোম > সারা দেশ > চাঁদপুর

দোকান থেকে চিপস নিয়ে বাড়ি ফিরছিল ২ শিশু, সন্ধ্যায় পুকুরে মিলল লাশ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে দোকান থেকে বিকেলে চিপস নিয়ে বাড়ি রওনা হয় একই বাড়ির ওমর ফারুক (৫) ও জিহাদ হোসেন মানিক (৬) নামের দুই শিশু। পরে সন্ধ্যায় তাদের লাশ মেলে বাড়ির পাশের পুকুরে। গতকাল বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদারবাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু ওমর ফারুক হাওলাদারবাড়ির শাহ পরানের ছেলে এবং জিহাদ হোসেন মানিক একই বাড়ির জুয়েলের ছেলে।

শিশুদের স্বজনেরা জানান, বিকেল থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জাল ফেললে উঠে আসে দুই শিশুর লাশ। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা কেউ নিশ্চিত করতে পারেনি।

শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউছুফ প্রধানিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়েছি। এ ধরনের ঘটনায় ওই বাড়ির লোকজন খুবই শোকাহত।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গোপীনাথ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ওমর ফারুকের বাবা শাহ পরান দুই শিশুকে দোকান থেকে চিপস কিনে দিয়ে বাড়ি পাঠান। কিন্তু শিশু দুটি বাড়ি পৌঁছায়নি। পরক্ষণে দুই শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাতেই দুই শিশুর লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু