হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর হত্যা মামলায় তরুণের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর মো. শাওন (১৪) হত্যা মামলায় আলী হোসেন (২০) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে এ রায় দেন জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা। রায় ঘোষণার সময় আসামি আলী হোসেন আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর আসামি প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে রাখা হয়েছে। শিশু আদালতে তার বিচার চলছে।

দণ্ডপ্রাপ্ত আলী হোসেন বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তনু ব্যাপারী বাড়ির দেলোয়ার হোসেন চৌধুরীর ছেলে। হত্যার শিকার কিশোর একই এলাকার বাসিন্দা ছিল।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় অভিযুক্ত দুই আসামি এলাকার একটি বাড়ি থেকে হাঁস চুরি করার সময় দেখে ফেলে শাওন। শাওন বিষয়টি সবাইকে বলে দিলে ক্ষিপ্ত হয় তারা দুজন। পরে ২০১৮ সালের ১৪ আগস্ট বিকেলে কৌশলে একটি নৌকাযোগে শাওনকে বাড়ির পার্শ্ববর্তী একটি বিলে নিয়ে যায় তারা। সেখানে হত্যার পর শাওনের দুই হাত পেছন থেকে বেঁধে নৌকা থেকে পানিতে ফেলে দেয়।

এদিকে শাওনের সন্ধান না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে ১৭ আগস্ট বিলে ঘাস কাটতে গিয়ে শাওনের লাশ ভাসতে দেখে এক প্রতিবেশী। লাশ উদ্ধারের পরদিন দুপুরে স্থানীয় মফিজ মার্কেট এলাকায় লোকজনের উপস্থিতিতে শাওনকে হত্যার বিষয়টি স্বীকার করে আলী হোসেনসহ দুজন। পরে স্থানীয়রা তাদের দুজনকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহত শাওনের মা পারুল আক্তার বাদী হয়ে ওই বছরের ১৮ আগস্ট বেগমগঞ্জ থানায় মামলা করেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা জজ আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল আজকের পত্রিকাকে বলেন, বয়স বিবেচনায় আসামি আলী হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর আসামির বিচারকাজ চলছে।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির