হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর হত্যা মামলায় তরুণের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর মো. শাওন (১৪) হত্যা মামলায় আলী হোসেন (২০) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে এ রায় দেন জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা। রায় ঘোষণার সময় আসামি আলী হোসেন আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর আসামি প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে রাখা হয়েছে। শিশু আদালতে তার বিচার চলছে।

দণ্ডপ্রাপ্ত আলী হোসেন বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তনু ব্যাপারী বাড়ির দেলোয়ার হোসেন চৌধুরীর ছেলে। হত্যার শিকার কিশোর একই এলাকার বাসিন্দা ছিল।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় অভিযুক্ত দুই আসামি এলাকার একটি বাড়ি থেকে হাঁস চুরি করার সময় দেখে ফেলে শাওন। শাওন বিষয়টি সবাইকে বলে দিলে ক্ষিপ্ত হয় তারা দুজন। পরে ২০১৮ সালের ১৪ আগস্ট বিকেলে কৌশলে একটি নৌকাযোগে শাওনকে বাড়ির পার্শ্ববর্তী একটি বিলে নিয়ে যায় তারা। সেখানে হত্যার পর শাওনের দুই হাত পেছন থেকে বেঁধে নৌকা থেকে পানিতে ফেলে দেয়।

এদিকে শাওনের সন্ধান না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে ১৭ আগস্ট বিলে ঘাস কাটতে গিয়ে শাওনের লাশ ভাসতে দেখে এক প্রতিবেশী। লাশ উদ্ধারের পরদিন দুপুরে স্থানীয় মফিজ মার্কেট এলাকায় লোকজনের উপস্থিতিতে শাওনকে হত্যার বিষয়টি স্বীকার করে আলী হোসেনসহ দুজন। পরে স্থানীয়রা তাদের দুজনকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহত শাওনের মা পারুল আক্তার বাদী হয়ে ওই বছরের ১৮ আগস্ট বেগমগঞ্জ থানায় মামলা করেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা জজ আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল আজকের পত্রিকাকে বলেন, বয়স বিবেচনায় আসামি আলী হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর আসামির বিচারকাজ চলছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত