হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাহবুবুলের বাসায় গভীর রাতে অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে এফবিসিসিআই’র সাবেক সভাপতি মাহবুবুলের বাসায় বাসার সামনে সোমবার গভীর রাতে র‍্যাবের গাড়ি। ছবি: সংগৃহীত

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাসায় যৌথ অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাজার কোটি টাকার খোঁজে এ অভিযান চালানো হয়েছে বলে তথ্য দিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

গতকাল সোমবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার বাসায় এ অভিযান শুরু হয়।

তথ্যমতে, সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে র‍্যাবের একাধিক টিমকে পাঁচলাইশের সুগন্ধা আবাসিকে ১ নম্বর রোডের বাসাটি ঘিরে রাখতে দেখা যায়। এ সময় র‍্যাবের একাধিক গাড়ি আশপাশের সড়কে অবস্থান নেয়। তবে বাসার ভেতরে কী পাওয়া গেছে তা এখনো প্রকাশ করেনি র‍্যাব।

এ বিষয়ে চট্টগ্রাম র‍্যাব আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি। ঘটনাস্থলে যাওয়া র‍্যাবের কর্মকর্তারা অভিযানের বিষয়ে আজ মঙ্গলবার ব্রিফিং করতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই বিষয়ে পাঁচলাইশ থানার পুলিশও কোনো মন্তব্য করতে চায়নি। বাসাটি থানার কাছাকাছি অবস্থানে।

এফবিসিসিআই’র সাবেক সভাপতি মাহবুবুলের বাসায় সোমবার গভীর রাতে অভিযান চালানো হয়। ছবি: সংগৃহীত

বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রা থাকার গোয়েন্দা তথ্য পেয়ে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে র‍্যাবের কয়েকজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

টাকা ও বৈদেশিক মুদ্রার এই অঙ্ক হাজার কোটি টাকা হতে পারে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির