হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাহবুবুলের বাসায় গভীর রাতে অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে এফবিসিসিআই’র সাবেক সভাপতি মাহবুবুলের বাসায় বাসার সামনে সোমবার গভীর রাতে র‍্যাবের গাড়ি। ছবি: সংগৃহীত

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাসায় যৌথ অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাজার কোটি টাকার খোঁজে এ অভিযান চালানো হয়েছে বলে তথ্য দিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

গতকাল সোমবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার বাসায় এ অভিযান শুরু হয়।

তথ্যমতে, সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে র‍্যাবের একাধিক টিমকে পাঁচলাইশের সুগন্ধা আবাসিকে ১ নম্বর রোডের বাসাটি ঘিরে রাখতে দেখা যায়। এ সময় র‍্যাবের একাধিক গাড়ি আশপাশের সড়কে অবস্থান নেয়। তবে বাসার ভেতরে কী পাওয়া গেছে তা এখনো প্রকাশ করেনি র‍্যাব।

এ বিষয়ে চট্টগ্রাম র‍্যাব আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি। ঘটনাস্থলে যাওয়া র‍্যাবের কর্মকর্তারা অভিযানের বিষয়ে আজ মঙ্গলবার ব্রিফিং করতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই বিষয়ে পাঁচলাইশ থানার পুলিশও কোনো মন্তব্য করতে চায়নি। বাসাটি থানার কাছাকাছি অবস্থানে।

এফবিসিসিআই’র সাবেক সভাপতি মাহবুবুলের বাসায় সোমবার গভীর রাতে অভিযান চালানো হয়। ছবি: সংগৃহীত

বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রা থাকার গোয়েন্দা তথ্য পেয়ে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে র‍্যাবের কয়েকজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

টাকা ও বৈদেশিক মুদ্রার এই অঙ্ক হাজার কোটি টাকা হতে পারে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার