হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাহবুবুলের বাসায় গভীর রাতে অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে এফবিসিসিআই’র সাবেক সভাপতি মাহবুবুলের বাসায় বাসার সামনে সোমবার গভীর রাতে র‍্যাবের গাড়ি। ছবি: সংগৃহীত

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাসায় যৌথ অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাজার কোটি টাকার খোঁজে এ অভিযান চালানো হয়েছে বলে তথ্য দিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

গতকাল সোমবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার বাসায় এ অভিযান শুরু হয়।

তথ্যমতে, সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে র‍্যাবের একাধিক টিমকে পাঁচলাইশের সুগন্ধা আবাসিকে ১ নম্বর রোডের বাসাটি ঘিরে রাখতে দেখা যায়। এ সময় র‍্যাবের একাধিক গাড়ি আশপাশের সড়কে অবস্থান নেয়। তবে বাসার ভেতরে কী পাওয়া গেছে তা এখনো প্রকাশ করেনি র‍্যাব।

এ বিষয়ে চট্টগ্রাম র‍্যাব আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি। ঘটনাস্থলে যাওয়া র‍্যাবের কর্মকর্তারা অভিযানের বিষয়ে আজ মঙ্গলবার ব্রিফিং করতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই বিষয়ে পাঁচলাইশ থানার পুলিশও কোনো মন্তব্য করতে চায়নি। বাসাটি থানার কাছাকাছি অবস্থানে।

এফবিসিসিআই’র সাবেক সভাপতি মাহবুবুলের বাসায় সোমবার গভীর রাতে অভিযান চালানো হয়। ছবি: সংগৃহীত

বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রা থাকার গোয়েন্দা তথ্য পেয়ে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে র‍্যাবের কয়েকজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

টাকা ও বৈদেশিক মুদ্রার এই অঙ্ক হাজার কোটি টাকা হতে পারে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে