হোম > সারা দেশ > চট্টগ্রাম

ওমানে যাওয়ার ১৫ দিন পর সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

মধ্যপ্রাচ্যের ওমানে মোহাম্মদ ইকবাল হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার ওমানের স্থানীয় সময় রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাত্র ১৫ দিন আগেই জীবিকার প্রয়োজনে ওমানে গিয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। 

নিহত ইকবাল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৪ নম্বর মরিয়মনগর ইউনিয়নের পাঁচবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ওমানপ্রবাসী শাহেদ আলম আশরাফী জানান, ওমানের আবু আলওয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাস্তার পাশের একটি হোটেল থেকে রাতের খাবার নিয়ে বাসায় ফেরার সময় সড়ক পার হতে গিয়ে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পরিবার সূত্রে জানা যায়, নিহত ইকবাল হোসেন পরিবারের ৩ ভাই ২ বোনের মধ্যে দ্বিতীয়। তিনি ১৫ দিন আগে জীবিকার প্রয়োজনে ওমানে গিয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি সেই দেশে কাজ করার অনুমোদনপত্র (ওয়ার্ক পারমিট কার্ড) পেয়েছিলেন। সেই খুশিতে বন্ধুবান্ধব নিয়ে বাসায় খাওয়ার আয়োজন করেন তিনি। সেই খাবার আনতে রাতে সাইকেল নিয়ে হোটেলে গিয়েছিলেন। ফেরার পথে এক এরাবিয়ানের দ্রুতগতির গাড়ির ধাক্কায় মারা যান। তাঁর ১০ মাস বয়সী এক পুত্রসন্তান রয়েছে।

এদিকে, মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নিহতের পরিবার। তাঁর মৃত্যুতে এলাকায় ও পরিবারে মাতম চলছে। 

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা