হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে দরজির দোকানে শিশুকে যৌন নিপীড়ন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে দরজির দোকানে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দরজিকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম আজাদ (৫০)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের বাঞ্ছানগর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি বাঞ্ছানগরের হাজিবাড়ির বাসিন্দা ও আজাদ টেইলার্সের মালিক।

পুলিশ ও ভুক্তভোগীর মা সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মক্তবে পড়া শেষ করে বাড়ি ফিরছিলেন ১০ বছর বয়সী শিশুটি। পথে আজাদ টেইলার্সের মালিক আজাদ শিশুটিকে কৌশলে দোকানে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন। পরে শিশুটি বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। মা এ ঘটনায় আজাদের কাছে কৈফিয়ত চাইলে তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন এবং কাঁচি দিয়ে আঘাত করার চেষ্টা করা হয়। পরে আশপাশের লোকজন তাঁকে সেখান থেকে উদ্ধার করেন।

এ ঘটনায় আটক আজাদকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুটির মা। রাত সাড়ে ১২টার দিকে সদর থানায় এ মামলা করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ এ তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, আজ দুপুরে আজাদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির