হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় ইউপি চেয়ারম্যানের ভাই খুনের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়ায় ইউপি চেয়ারম্যানের ছোট ভাই সোহেল খুনের ঘটনায় মোহাম্মদ শরিফ নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ। আজ বুধবার ভোরে আনোয়ারা উপজেলা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরিফ কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা এলাকার মোহাম্মদ মনছুরের ছেলে।

এর আগে পুলিশ ঘটনার পর শরিফের বাবা মোহাম্মদ মনছুর ও তাঁর খালাতো ভাই জনিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। 

পটিয়া থানার পরিদর্শক (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, ছুরিকাঘাতে কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল খুনের ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল শুক্রবার রাতে তারাবির নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর পূর্ব শত্রুতার জেরে কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মোহাম্মদ সোহেলকে ছুরিকাঘাতে খুন করা হয়। এ ঘটনায় আরও তিনজন ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ঘটনার পরদিন চেয়ারম্যান আবুল কাশেম বাদী হয়ে শরিফসহ ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল