হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় ইউপি চেয়ারম্যানের ভাই খুনের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়ায় ইউপি চেয়ারম্যানের ছোট ভাই সোহেল খুনের ঘটনায় মোহাম্মদ শরিফ নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ। আজ বুধবার ভোরে আনোয়ারা উপজেলা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরিফ কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা এলাকার মোহাম্মদ মনছুরের ছেলে।

এর আগে পুলিশ ঘটনার পর শরিফের বাবা মোহাম্মদ মনছুর ও তাঁর খালাতো ভাই জনিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। 

পটিয়া থানার পরিদর্শক (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, ছুরিকাঘাতে কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল খুনের ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল শুক্রবার রাতে তারাবির নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর পূর্ব শত্রুতার জেরে কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মোহাম্মদ সোহেলকে ছুরিকাঘাতে খুন করা হয়। এ ঘটনায় আরও তিনজন ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ঘটনার পরদিন চেয়ারম্যান আবুল কাশেম বাদী হয়ে শরিফসহ ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়