হোম > সারা দেশ > কক্সবাজার

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের কুতুবদিয়ায় সংবর্ধনা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কুতুবদিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা। ছবি: আজকের পত্রিকা

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪-এ জাতীয় চ্যাম্পিয়ন হওয়া কক্সবাজার জেলার কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে চ্যাম্পিয়ন ট্রফিসহ খেলোয়াড়েরা কুতুবদিয়া পৌঁছালে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।

কুতুবদিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেলোয়াড়দের বরণের জন্য ছাদখোলা গাড়ির ব্যবস্থা করা হয়। ছাদখোলা গাড়ির বহর নিয়ে ট্রপিসহ খেলোয়াড়েরা কুতুবদিয়া ঘুরে বেড়ায়।

ছাদখোলা গাড়ির বহর যখন যাচ্ছিল, তখন রাস্তার দুপাশে জনতা তাদের হাততালি দিয়ে অভিবাদন জানান।

রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যক্তি, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় খেলোয়াড়, কোচ ও শিক্ষকেরা হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। সবাই তখন খুব উৎফুল্ল ছিল।

কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল বলেন, জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পর উপজেলা প্রশাসনের পাশাপাশি কুতুবদিয়াবাসী আমাদের এভাবে সংবর্ধনা দিয়ে সম্মানিত করবে আমরা চিন্তা করিনি। জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার মতো এই বিজয় কুতুবদিয়াবাসীকে উৎসর্গ করলাম।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, কুতুবদিয়ার মতো একটি দ্বীপ থেকে জাতীয় চ্যাম্পিয়ন হওয়া গৌরবের বিষয়। শিগগির কুতুবদিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের রাজকীয় সংবর্ধনার দেওয়া হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত