হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় টমেটোবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২ 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর স্টেশনের দক্ষিণ পার্শ্বে হাতিয়ারপুল এলাকায় একটি টমেটোবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত একজন লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার মো. কামাল উদ্দিনের ছেলে কাউছার আহমেদ হৃদয় (৪০) এবং আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে টমেটো ভর্তি ট্রাকটি কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর হাতিয়ারপুল এলাকায় পৌঁছালে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক-হেলপার নিহত হয়। 
 
খবর পেয়ে ঘটনাস্থলে যান দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট নাজেমুল হক ও লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ। 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কক্সবাজারমুখী টমেটোবাহী ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে ট্রাকের চালক-হেলপার নিহত হয়েছে। মরদেহ দুটির মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের খোঁজ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল