হোম > সারা দেশ > কক্সবাজার

পাহাড় কাটতে গিয়ে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু, বন বিভাগের মামলা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটিচাপা পড়ে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা এলাকার বনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে থানায় মামলা দায়ের করেছে বন বিভাগ। 

নিহত রোহিঙ্গা শ্রমিক হলেন—মোহাম্মদ আলম (২৮)। তিনি উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরের বালুখালী ১৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে। 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সারওয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি শ্রমিক নিয়োগ করে বন বিভাগের পাহাড় কেটে ভিটে জমি তৈরি করছিল। এ সময় পাহাড়ের মাটি চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বন বিভাগের তরফ থেকে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।’ 

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন স্থানীয়দের বরাতে বলেন, ‘গতকাল শুক্রবার বিকেলে মরিচ্যা এলাকায় বনের পাহাড়ের মাটি কাটার সময় মাটির নিচে চাপা পড়ে মোহাম্মদ আলম নামের এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে দেলোয়ার হোসেনকে আসামি করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’ 

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি উপজেলার জালিয়াপালং ইউনিয়নের কাশেম মার্কেট এলাকাতেও পাহাড় কাটার সময় এক শ্রমিক নিহত হন।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে