হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-৮ উপনির্বাচন: পুনঃ ভোট চেয়ে দুই প্রার্থীর সংবাদ সম্মেলন

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত নয় উল্লেখ করে পুনঃ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দুই প্রার্থী। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ (মোমবাতি) এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী কামাল পাশা (আম) সংবাদ সম্মেলন করেন। 

ইসলামী ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ সাংবাদিকদের বলেন, ‘অভিযোগ গ্রহণ করার পরও রিটার্নিং অফিসার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। রিটার্নিং অফিসারের এই ব্যর্থতা এ নির্বাচনকে কুলষিত করেছে। নির্বাচন কার্যক্রমকে অকার্যকর করেছে। সরকার এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যথেষ্ট আন্তরিক ছিল। রাজনৈতিক দলের কিছু নেতা, পাতিনেতা, কথিত জনপ্রতিনিধি এ নির্বাচন এমনভাবে ধূলিসাৎ করেছে। জাতির কাছে সরকারকে বিতর্কিত করেছে।’ এ নির্বাচনের ফলাফল স্থগিত রাখার দাবি জানান সেহাব উদ্দিন। 

সেহাব উদ্দিন অভিযোগ করেন, উপজেলার সারোয়াতলী বেঙ্গুরা কে বি কে উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টার দিকে মাওলানা তাজুল ইসলাম মোমবাতি প্রতীকে ভোট দেওয়ায় স্থানীয় মেম্বার আব্বাস উদ্দিন ও আওয়ামী লীগ নেতা সেলিম লাঠিসোঁটা দিয়ে মারধর করেন। চরণদ্বীপ আব্বাসীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোমবাতি প্রতীকে ভোট দেওয়ায় ইসলামী ফ্রন্ট ইউনিয়ন সাধারণ সম্পাদক সুমন ফারুকীকে কুপিয়ে ও মো. তারেক ও হারুনুর রশীদকে মারাত্মকভাবে আহত করেন। 

মোমবাতি প্রতীকের এ প্রার্থী বলেন, ‘এ আসনের নগর অংশে শতকরা দু-তিন ভাগ ও বোয়ালখালী অংশে পাঁচ-সাত ভাগ ভোটার ভোটকেন্দ্রে যাননি। সুতরাং, এ নির্বাচন কখনোই গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।’ এ নির্বাচনের ফলাফল স্থগিত করে পুনরায় একটি গ্রহণযোগ্য নির্বাচন দাবি করে তিনি বলেন, ‘নির্বাচন বর্জন করিনি, শেষ পর্যন্ত আছি।’ 

অপর দিকে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী কামাল পাশা (আম প্রতীক) এ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি উল্লেখ করে বলেন, ‘আমি নির্বাচন বর্জন করিনি। তবে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।’

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক