হোম > সারা দেশ > চট্টগ্রাম

এক ট্রেনে যাত্রী মোটে ৭২ জন!

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: করোনার সংক্রমণের কারণে টানা ৪৯ দিন বন্ধ থাকার পর চালু হলো যাত্রীবাহী ট্রেন। আজ সোমবার সকাল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও যাত্রী ছিল খুবই কম। চট্টগ্রাম থেকে সকাল ৭টা ২০ মিনিটে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেনে যাত্রী ছিল মাত্র ৭২ জন। যেখানে ট্রেনটিতে আসনসংখ্যা ৬৭০। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে অর্থাৎ ৩৩১ জন যাত্রী ভ্রমণ করার সুযোগ রয়েছে।

একই অবস্থা ৭টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়া সাগরিকা এক্সপ্রেস ট্রেনেও। এই ট্রেনের আসনসংখ্যা ৪৪০ টি। চাঁদপুরগামী এই ট্রেনের আসনের অর্ধেক ২২০ জন যাত্রী ভ্রমণ করার সুযোগ থাকলেও যাত্রী গেছেন মাত্র ১০৭ জন। ১০টায় ছেড়ে যাওয়া কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনেও যাত্রী কম ছিল। তবে সঠিক পরিসংখ্যানটি পাওয়া যায়নি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, প্রথম দিন হওয়ায় যাত্রীর চাপ কম। কাল থেকে আশা করছি যাত্রী পাব।

কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী পরিবহন করা হচ্ছে উল্লেখ করে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঠিক সময়ে স্বাস্থ্যবিধি সব ট্রেনে ছেড়ে যাচ্ছে। যাত্রীদের মুখে মাস্ক ছাড়া ট্রেনে প্রবেশ করা হচ্ছে না।

এদিকে ট্রেনের মতো দূরপাল্লার বাসও চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। স্বাস্থ্যবিধি মেনে আন্তজেলাসহ সব ধরনের গণপরিবহন আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছে। খুলেছে হোটেল রেস্টুরেন্টও।

গণপরিবহন চালু রেখে ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে সরকারি আদেশের পর সীমিত আকারে ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে। আজ ২৮ জোড়া আন্তনগর, নয় জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।

তবে নির্দেশনা অনুযায়ী, অর্ধেক আসন ফাঁকা রেখে টিকিট বিক্রি করা হবে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপে কাটতে হবে। যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির