হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় র‍্যাবের অভিযানে ছাত্রলীগ-যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় র‍্যাবের পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব জানায়, আজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টিম সকাল সাড়ে আটটার দিকে উপজেলার জঙ্গল খাইন ইউনিয়নের নাইখাইন এলাকা থেকে সাহাদাত হোসেন জীবন ও মিজানুল ইসলাম মিজানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল,২টি চাপাতি, ২ টি দা,৩টি রাম দা, ৪টি চাকু উদ্ধার করা হয়েছে।  

গ্রেপ্তারকৃত সাহাদাত হোসেন জীবন পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক  কমিটির সদস্য। আর মিজানুর রহমান মিজান জঙ্গল খাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। 

এ মামলার বাদী র‍্যাবের সাব ইন্সপেক্টর মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা পটিয়া ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মাদক, অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা দায়ের করে আসামিদের হস্তান্তর করা হয়েছে।   

অপরদিকে, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া এলাকায় বিশেষ চৌকি বসিয়ে কক্সবাজার হতে নিয়ে আসা চট্টগ্রামের দিকে যাওয়ার সময় একটি ইয়াবার চালান সহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় সিএনজি গাড়ি থেকে ৩ হাজার ৯০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।  

 গ্রেপ্তারকৃতরা হলেন, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরন খাইন এলাকার কামাল হোসেন (৩৩) ও মোহাম্মদ ইব্রাহিম (৩২)। 
 
পটিয়া থানার পরিদর্শক রেজাউল করিম মজুমদার বলেন, আজ বৃহস্পতিবার র‍্যাব দুটি পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবা সহ চারজনকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে রাতে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল