হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচনে নাশকতা হলে কঠোর অবস্থানে যাবে বিজিবি: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিজিবি মহাপরিচালক এ কে এম নাজমুল হাসান বলেছেন, ‘নির্বাচনের দিন নাশকতা কিংবা অনভিপ্রেত কোনো ঘটনা ঘটলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মতো কঠোর অবস্থানে যাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।’ 

আজ শনিবার সকালে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে বিজিবির বেজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

বিজিবি মহাপরিচালক বলেন, ‘আমাদের একটাই উদ্দেশ্য, এ নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সে জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও কাজ করব।’ 

তিনি আরও বলেন, ‘আমরা বর্ডারের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করি। আইনশৃঙ্খলা রক্ষা করাও বিজিবির দায়িত্ব। এ বছরের নির্বাচনে যাতে কোনো ধরনের সহিংসতা না হয়, আইনশৃঙ্খলার অবনতি না হয়—সেসব বিষয় মাথায় রেখে আমাদের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করবে। 

‘৭ জানুয়ারি নির্বাচনের আগে যাতে আইনশৃঙ্খলার অবনতি ও নাশকতার ঘটনা না ঘটে এবং লোকজন যাতে ভোট দিতে নিরাপদ বোধ করে—সে বিষয়গুলো আমরা নিশ্চিত করব।’ 

বিজিবি মহাপরিচালক বলেন, নির্বাচনের আগে ও পরে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির