হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে অসীম ঘোষ (৩৯) নামের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১১টার দিকে তাঁর নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আইনজীবী উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা ৮ নম্বর ওয়ার্ডের মৃত গৌরাঙ্গ ঘোষের ছেলে। তিনি চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী ছিলেন।

স্থানীয়রা জানান, অসীম ঘোষ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরে শিক্ষকতা ছেড়ে দিয়ে আইনজীবী পেশায় যুক্ত হন। তাঁরা দুই ভাই ও এক বোন। অসীমের মা-বাবা বেঁচে নেই। সম্প্রতি তাঁর বিয়ে কথা চলছিল। বাড়িতে অসীম একাই থাকতেন। বোনের বিয়ে হয়ে গেছে। তাঁর ছোট ভাইয়ের মানসিক সমস্যা রয়েছে।

অসীমের বোন রমা ঘোষ বলেন, গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরী থেকে বাড়ি আসে অসীম। এরপর গতকাল রাত ৮টার দিকে বাড়ির পাশের লোকজন কল করে জানায় অসীম গলায় ফাঁস দিয়েছে।

আমুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পঙ্কজ চন্দ বলেন, শনিবার রাতে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা এ ঘটনা জানতে পারেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘর থেকে অসীমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫