হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে অসীম ঘোষ (৩৯) নামের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১১টার দিকে তাঁর নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আইনজীবী উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা ৮ নম্বর ওয়ার্ডের মৃত গৌরাঙ্গ ঘোষের ছেলে। তিনি চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী ছিলেন।

স্থানীয়রা জানান, অসীম ঘোষ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরে শিক্ষকতা ছেড়ে দিয়ে আইনজীবী পেশায় যুক্ত হন। তাঁরা দুই ভাই ও এক বোন। অসীমের মা-বাবা বেঁচে নেই। সম্প্রতি তাঁর বিয়ে কথা চলছিল। বাড়িতে অসীম একাই থাকতেন। বোনের বিয়ে হয়ে গেছে। তাঁর ছোট ভাইয়ের মানসিক সমস্যা রয়েছে।

অসীমের বোন রমা ঘোষ বলেন, গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরী থেকে বাড়ি আসে অসীম। এরপর গতকাল রাত ৮টার দিকে বাড়ির পাশের লোকজন কল করে জানায় অসীম গলায় ফাঁস দিয়েছে।

আমুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পঙ্কজ চন্দ বলেন, শনিবার রাতে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা এ ঘটনা জানতে পারেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘর থেকে অসীমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি