হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় পাহাড় কাটার দায়ে ৩ শ্রমিকের কারাদণ্ড

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড়ের মাটি কাটার দায়ে তিন শ্রমিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি পিকআপ ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নে এ অভিযান চালানো হয়। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

কারাদণ্ডপ্রাপ্ত তিন শ্রমিক হলেন—চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা শাহজাহান মনছুরের ছেলে মো. শেফায়েত, মো. জালালের ছেলে মো. ইয়াছিন ও আজগর আলীর ছেলে মো. মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন বাবরের মালিকানাধীন পাহাড়ের মাটি কেটে বিক্রি করার চুক্তি করেন ওই ইউনিয়নের যুবলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটন। মঙ্গলবার রাতে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা শুরু করেন। চকরিয়ার ইউএনও ও থানার ওসির নেতৃত্বে পুলিশ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় পাহাড়ের মাটি কাটার সঙ্গে জড়িত তিন শ্রমিককে আটক করা হয়।

হারবাং ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটন বলেন, ‘আমি পাহাড় কাটার সঙ্গে জড়িত নই। কারা পাহাড় কর্তন করে বিক্রি করছেন, তাও জানি না।’

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় কাটার খবর পেয়ে রাতে অভিযান চালানো হয়। পাহাড় কাটার সঙ্গে জড়িত তিনজনকে শ্রমিককে আটক করা হয়। পরে তাঁদের ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মাটির কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটর ও দুটি পিকআপ জব্দ করা হয়। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর আইনি ব্যবস্থা নেবে।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির