হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারের সেই হোটেলের ম্যানেজার ৪ দিনের রিমান্ডে 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে নারী পর্যটক ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজুদ্দিন ছোটনকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার সন্ধ্যায় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ তাঁকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামীমুন তানজীনের আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত এ আদেশ দেন।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে সুপার (এসপি) মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, ‘গ্রেপ্তার হোটেল ম্যানেজারকে র‍্যাব শনিবার ভোরে থানায় হস্তান্তর করে। নারী পর্যটক ধর্ষণের ঘটনায় তিনি এজাহারভুক্ত আসামি। সবদিক বিবেচনায় নিয়ে মামলাটির তদন্ত করা হচ্ছে। ধর্ষণের ঘটনায় শনাক্ত মূল আসামি আশিক, বাবু ও জয়কে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

এসপি আরও বলেন ‘আলোচিত নারী পর্যটক ধর্ষণ মামলাটি থানায় রুজু হওয়ার পর তদন্ত করার জন্য ট্যুরিস্ট পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে ট্যুরিস্ট পুলিশ ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষাসহ প্রয়োজনীয় কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে।’ 

এর আগে ভুক্তভোগী নারী পর্যটকের জবানবন্দি গ্রহণ করেন আদালত। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামীমুন তানজীনের আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণ করা হয়। 

উল্লেখ্য, ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন, গত বুধবার রাতে স্বামী-সন্তান নিয়ে কক্সবাজার বেড়াতে এসে ধর্ষণের শিকার হন তিনি।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু