হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারের সেই হোটেলের ম্যানেজার ৪ দিনের রিমান্ডে 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে নারী পর্যটক ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজুদ্দিন ছোটনকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার সন্ধ্যায় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ তাঁকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামীমুন তানজীনের আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত এ আদেশ দেন।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে সুপার (এসপি) মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, ‘গ্রেপ্তার হোটেল ম্যানেজারকে র‍্যাব শনিবার ভোরে থানায় হস্তান্তর করে। নারী পর্যটক ধর্ষণের ঘটনায় তিনি এজাহারভুক্ত আসামি। সবদিক বিবেচনায় নিয়ে মামলাটির তদন্ত করা হচ্ছে। ধর্ষণের ঘটনায় শনাক্ত মূল আসামি আশিক, বাবু ও জয়কে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

এসপি আরও বলেন ‘আলোচিত নারী পর্যটক ধর্ষণ মামলাটি থানায় রুজু হওয়ার পর তদন্ত করার জন্য ট্যুরিস্ট পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে ট্যুরিস্ট পুলিশ ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষাসহ প্রয়োজনীয় কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে।’ 

এর আগে ভুক্তভোগী নারী পর্যটকের জবানবন্দি গ্রহণ করেন আদালত। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামীমুন তানজীনের আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণ করা হয়। 

উল্লেখ্য, ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন, গত বুধবার রাতে স্বামী-সন্তান নিয়ে কক্সবাজার বেড়াতে এসে ধর্ষণের শিকার হন তিনি।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির