নগরের বন্দর থানার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (তেল শোধনাগার) আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৪টি, নৌবাহিনীর একটি ও প্রতিষ্ঠানটির এক ইউনিট এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ শনিবার সাড়ে ১১টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ১২টা ৪৫ মিনিটে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। আগুন লাগার কারণ, ক্ষয়-ক্ষতি তদন্তে সাপেক্ষে বলা যাবে বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।
ইস্টার্ন রিফাইনারির উপমহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ বলেন, আগুন খুব বেশি না ছড়ানোয় ক্ষয়ক্ষতি তেমন হয়নি। তবে এখনো আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি।