হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইউটিউব দেখে রামবুটান চাষ, ফল ধরেছে গাছে

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

পার্বত্য রাঙামাটির লংগদুতে পরীক্ষামূলকভাবে বিদেশি ফল রামবুটান চাষ করে সফল হয়েছেন নাজমুল হোসেন নামের এক যুবক। তিনি ইউটিউব দেখে ৩২টি চারা সংগ্রহ করেন। এরপর সেগুলো রোপণ করেন। এখন তাঁর অধিকাংশ গাছে ফল ধরেছে। 

নাজমুল হোসেনের বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের মহাজনপাড়া এলাকায়। তিনি নিজের বাড়িতে পরীক্ষামূলকভাবে ৩২টি বিদেশি ফল রামবুটানের চারা রোপণ করেন। 

নাজমুল জানান, প্রায় আড়াই বছর আগে ইউটিউব দেখে রামবুটান গাছের চারার খোঁজ করে নরসিংদীর শিবপুরে সংগ্রহ করতে হয়েছিল। সেখান থেকে প্রতিটি চারা তিন হাজার টাকা দরে কিনে আনেন তিনি। পরবর্তীতে ইউটিউব দেখেই চারা রোপণ থেকে শুরু করে পরিচর্যা করেন। 

এখন পর্যন্ত রামবুটান চাষে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়েছে। ফলটির বাজার মূল্যও যথেষ্ট ভালো। এখন বাণিজ্যিকভাবে চাষ করে সফল হতে চান বলে জানান তরুণ কৃষক নাজমুল। 

নাজমুল বলেন, ‘ফলটি নতুন হওয়ায় এখনো মানুষের কাছে পরিচিত হয়নি। এরপরেও যথেষ্ট চাহিদা রয়েছে, বর্তমানে প্রতি কেজি রামবুটান এক হাজার টাকা দরে বাজারে বিক্রি করতে পারছি।’ 

স্থানীয় লোকজন বলেন, নাজমুলের চাষ করা রামবুটান ফল দেখতে অনেকে ভিড় করেন তাঁর বাড়িতে। তাঁর চাষাবাদে সফলতা দেখে অনেকে রামবুটান চাষ করার পরিকল্পনা নিচ্ছেন। 

নাজমুলকে সহযোগিতার আশ্বাস দিয়ে লংগদু উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘পাহাড়ে এই প্রথম রামবুটান চাষে সাড়া ফেলেছেন তরুণ কৃষক নাজমুল। যেহেতু বিদেশি ফল চাষে পরীক্ষামূলকভাবে তিনি সফল হয়েছেন। এটাকে বাণিজ্যিকভাবে সফল করতে আমাদের পক্ষ হতে যতরকমের সহযোগিতা করা দরকার তা আমরা করে যাব।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু