হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড়ে বসবাসকারী ঝুঁকিপূর্ণদের সরিয়ে নিতে ১৯টি আশ্রয়কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: ছোটবড় ১৭টি পাহাড়ের ঢালুতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করা ৫০ হাজার মানুষকে সরিয়ে নিতে ১৯টি আশ্রয়কেন্দ্র তৈরি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ইতিমধ্যে মাইকিং করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্র জানায়, নগরীর লালখান বাজার মতিঝরনা, বাটালি হিল, টাইগার পাস, বিশ্ব কলোনি, বায়েজিদ বোস্তামি, আরেফিন নগরসহ বিভিন্ন এলাকায় ঝুঁকিতে বসবাস করছে নিম্ন আয়ের মানুষ। এসব পাহাড়ে প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করে। মূলত প্রভাবশালী মহলের দখল করে তৈরি করা এসব পাহাড়ে কম ভাড়ায় বসবাস করছে জীবনের ঝুঁকি নিয়ে।

প্রতিবছর বর্ষার সময় তাদের সরিয়ে নিলেও তাঁরা আবারও সেখানে গিয়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন। এরপরেও পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নিতে এবং অবৈধ বসতি উচ্ছেদ করছে জেলা প্রশাসন।

গত এক বছরে পাহাড় থেকে এক হাজারেও বেশি অবৈধ বসতি উচ্ছেদ করা হয়েছে। নিয়মিত গ্যাস, পানি, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার কার্যক্রমও চলমান রয়েছে। সর্বশেষ গত ৯ মে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভা থেকে নতুন করে তালিকা প্রস্তুত করে অবৈধ বসতি উচ্ছেদ ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান জানান, ১৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মাইকিং করে সতর্ক করা হচ্ছে লোকজনকে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক পরিবারকে। আশ্রয় কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হয়েছে। যারা সরে আসছে না, তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে। গত রোববার শতাধিক পরিবারকে সরিয়ে নেওয়া হয়।

এদিকে আজ মঙ্গলবার সকাল ১১টায় মতিঝরনা এলাকার পাহাড় পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান। তিনি পাহাড়ে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করেন।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে