হোম > সারা দেশ > চট্টগ্রাম

হোমনায় স্কুলছাত্রীকে ধর্ষণ: ৭ দিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লার হোমনায় স্কুলছাত্রী ধর্ষণের এক সপ্তাহ পার হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। বরং মামলার আসামিরা ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে এসে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ওই ছাত্রী আজ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, ‘২ নম্বর আসামি রাসেল মামলার পর থেকেই আমাদের বাড়িতে এসে বিভিন্নভাবে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। এতে আমি এবং আমার পরিবার জীবনের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় আছি।’

গত ৩০ জানুয়ারি রাতে ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী। স্থানীয়রা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে ৪ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে হোমনা থানায় মামলা করেন।

ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্কুলে যাওয়া-আসার পথে বড়ঘারমোড়া গ্রামের মামুন (১৯) প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তা প্রত্যাখ্যান করে আসায় মামুন তাঁর সহযোগী রাসেল (২৩), ইয়াসিন (২১) ও জহিরুল ইসলাম ওরফে জহিরকে (২১) নিয়ে ৩০ জানুয়ারি ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হন।

পরে একপর্যায়ে মামুন তাঁর বন্ধুদের সহযোগিতায় ওই ছাত্রীকে তুলে একটি বালুর মাঠে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনা কাউকে না জানাতে এবং মামলা না করার হুমকিও দেন তাঁরা। এরপর বাড়িতে ফিরে ছাত্রী ধর্ষণের ঘটনা তার পরিবারকে জানায়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল-ইসলাম জানান, চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মামলা করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিরা পালিয়ে গেছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড