হোম > সারা দেশ > চট্টগ্রাম

হোমনায় স্কুলছাত্রীকে ধর্ষণ: ৭ দিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লার হোমনায় স্কুলছাত্রী ধর্ষণের এক সপ্তাহ পার হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। বরং মামলার আসামিরা ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে এসে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ওই ছাত্রী আজ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, ‘২ নম্বর আসামি রাসেল মামলার পর থেকেই আমাদের বাড়িতে এসে বিভিন্নভাবে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। এতে আমি এবং আমার পরিবার জীবনের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় আছি।’

গত ৩০ জানুয়ারি রাতে ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী। স্থানীয়রা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে ৪ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে হোমনা থানায় মামলা করেন।

ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্কুলে যাওয়া-আসার পথে বড়ঘারমোড়া গ্রামের মামুন (১৯) প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তা প্রত্যাখ্যান করে আসায় মামুন তাঁর সহযোগী রাসেল (২৩), ইয়াসিন (২১) ও জহিরুল ইসলাম ওরফে জহিরকে (২১) নিয়ে ৩০ জানুয়ারি ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হন।

পরে একপর্যায়ে মামুন তাঁর বন্ধুদের সহযোগিতায় ওই ছাত্রীকে তুলে একটি বালুর মাঠে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনা কাউকে না জানাতে এবং মামলা না করার হুমকিও দেন তাঁরা। এরপর বাড়িতে ফিরে ছাত্রী ধর্ষণের ঘটনা তার পরিবারকে জানায়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল-ইসলাম জানান, চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মামলা করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিরা পালিয়ে গেছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫