হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পাহাড়ে বর্ণিল আয়োজনে উদ্‌যাপিত হলো বুদ্ধপূর্ণিমা

খাগড়াছড়ি প্রতিনিধি 

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে র‍্যালি। ছবি: আজকের পত্রিকা

পাহাড়ে বর্ণিল আয়োজনে উদ্‌যাপিত হয়েছে বুদ্ধপূর্ণিমা। এই উপলক্ষে খাগড়াছড়িতে আজ রোববার সকালে বুদ্ধস্নান, পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান করেন ভক্তরা।

অনুষ্ঠানে আহিমা মারমা, মং মারমা ও খিংসাই মং মারমা জানান, বুদ্ধের ত্রিস্মৃতিবিজড়িত আজকের দিনটি। এদিনে সব বৌদ্ধধর্মালম্বীর একটি বিশেষ দিন। এ পুণ্যের প্রভাবে বিশ্বের হানাহানি অচিরে বন্ধ হয়ে বিশ্বের সব প্রাণী সুখে থাক, এই কামনা করেন।

বৈশাখী পূর্ণিমা উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা জানান, সকালে বিহারে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধপূজা, ফুলপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, ভান্তেদের পিণ্ডদানসহ নানা ধরনের দান করা হয়। দুপুরে র‍্যালি ও সন্ধ্যায় হাজারো প্রদীপ প্রজ্বালন করা হয়েছে।

খাগড়াছড়ি য়ংড বৌদ্ধবিহারের অধ্যক্ষ ক্ষেমাসারা মহাথের জানান, আজকের এই বিশেষ দিনটিতে ভগবান বৌদ্ধ পৃথিবীতে জন্ম, বৌদ্ধত্ব ও নির্বাণ লাভ করেন। ত্রিস্মৃতিবিজড়িত আজকের দিনটি বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে বিশেষ দিন। যার কৃপায় পৃথিবীর মানুষ থেকে প্রাণিকুল সুখ–শান্তি লাভ করে।

এদিকে বিকেল সাড়ে ৪টায় য়ংড বৌদ্ধবিহারের মোমবাতি প্রজ্বালন, পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালি উদ্বোধন করেন ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মো. আমান হাসান।

র‍্যালিটি শাপলা চত্বর হয়ে চেঙ্গি স্কোয়ার ঘুরে আবার য়ংড বৌদ্ধবিহারে এসে শেষ হয়। র‍্যালিতে সদর উপজেলা ছাড়াও বিভিন্ন উপজেলার বিহারের বৌদ্ধভিক্ষু ও কয়েক হাজার ভক্ত অংশ নেন। এ সময় সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, বৈশাখী পূর্ণিমা উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা, বৈশাখী পূর্ণিমা উদ্‌যাপন কমিটির যুগ্ন আহ্বায়ক কংজপ্রু মারমা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা