হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির একাডেমিক কাউন্সিলের নির্বাচনে বিদ্রোহীদের ভরাডুবি

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একাডেমিক কাউন্সিলের নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষকদের হলুদ দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ছয়টি পদের মধ্যে পাঁচটিতেই তাদের প্রার্থী জয়লাভ করেছে। অন্যদিকে, নির্বাচনে হলুদ দলের বিদ্রোহী প্রার্থীদের ভরাডুবি হয়েছে।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমদ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে দুজন করে প্রতিনিধি নির্বাচিত হয়। 

ফলাফলে সহযোগী অধ্যাপক পদে ২৯৯ ও ২২৫ ভোট পেয়ে মূল হলুদ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ওশানোগ্রাফি বিভাগের মো. এনামুল হক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. তাপস কুমার ভৌমিক।

সহকারী অধ্যাপক পদে ২৯৬ ও ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন একই প্যানেলের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের আবদুল্লাহ আল মামুন ও নৃ-বিজ্ঞান বিভাগের তনিমা সুলতানা।

প্রভাষক পদে ২৩৫ ভোট পেয়ে হলুদ দলের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের হাসনাইন ইস্তেফাজ, একই পদে ২৩৫ ভোট পেয়ে প্রশাসনপন্থী শিক্ষকদের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহসিন আহমেদ ফাহিম।

নির্বাচনে আওয়ামী-বামপন্থী শিক্ষকদের হলুদ দল, প্রশাসনপন্থী শিক্ষক ও প্রশাসন থেকে সম্প্রতি পদত্যাগ করা শিক্ষকেরা তিনটি  প্যানেল থেকে প্রার্থী দেন। প্রতিটি প্যানেলই নিজেদের বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ তথা হলুদ দল বলে দাবি করে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল