হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে ব্যাংক ডাকাতির মামলায় রিমান্ড শেষে ১৬ নারী কারাগারে

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, অস্ত্র লুটের ঘটনায় গ্রেপ্তার ১৬ নারীর রিমান্ড শেষে ফের তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ১৬ নারী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহভাজন নারী সদস্য। 

আজ শুক্রবার দুপুরে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (আমলি আদালত) বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুই দিনের রিমান্ড শেষে দুপুরে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁদের তোলা হয়। আদালতে আনা হলে শুনানি শেষে তাঁদের ফের কারাগারে পাঠান আদালত। 

এদিকে কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত জানান, রুমা থানার মামলায় ১৬ নারী আসামিকে দুই দিনের রিমান্ড শেষে দুপুরে আদালতে হাজির করা হয়েছে এবং আদালত আসামি ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

উল্লেখ, গত ২ এপ্রিল জেলার রুমা উপজেলার সোনালী ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা ও পুলিশের অস্ত্র লুটের ঘটনায় রুমা থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়। পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারটি মামলা দায়ের হওয়ায় পর পুলিশ অভিযান শুরু করে। এ পর্যন্ত মোট ৯টি মামলায় ৮১ জন আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা